কাব্যলক্ষ্মী মানবী আমার

গ্রিসীয় হোমার থেকে বঙ্গদেশি মহাকবি মাইকেল তক

তাঁদের দেবীর কাছে চেয়েছিল কবিতার প্রথম সবক;

আমার ভেনাস নেই, জাতেই যবন বলে নেই বীণাপাণি,

আমার রমণী তুমি, তোমাতেই খুঁজি তাই প্রেরণা ও বাণী।

রিরংসাতাড়িত তাই বলব না তুমি কোনো ‘মানস সুন্দরী’

রবীন্দ্র ঠাকুর নিজে চেয়েছিল যার কাছে পারানির কড়ি।

আমার দেবদূত নেই যার বরে কবি হলো দস্যু রত্নাকর;

তোমার সান্নিধ্য পেলে বইয়ে দিই কবিতার অমেয় নহর।

বিরহে ফলে না কিছু শূন্যতার সাথে করি ব্যর্থ সহবাস,

বিষণ্ন রামগিরি ভাসে নিষ্ফলা কান্নায়—আমি উল্টো কালিদাস।

অতএব দয়া করো দূরে থেকে দেখিও না দেবীত্বের ভান—

শব্দে-ছন্দে এসো নারী, উপমেয় তুমি নিজে, তুমি উপমান।