যদি বেঁচে যাই

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

শিশুর মতো তাকাও ওপরে শুয়ে বিছানায়

মেঝেতে আমি উধাও চিন্তার মগজে মধ্য দুপুরে

            ওই পাওয়া না-পাওয়া

 মামুলি দিনগুলো নিয়ে

যেন আড়ালের ভেতর ঢেকে যায় অন্য রকম শব্দরা:

তবু কেন যে সভ্যতার সকল অপেক্ষা

ছকে বাঁধা সে নিয়ন্ত্রণ সবার হয় না—

অনেকটা আড়মোড়া ভেঙে

তুমি দেখিতেছ সব পিঁপড়ের সারি ছুটিতেছে গন্তব্যে:

মোহনায় ফিরে এসে চলে গেছি গ্রাম্য মেঝেতে

তাই ফিরে ফিরে যাই নব্যতা—

কিশলয়ে যদি বেঁচে যাই হৃদয় গভীরে নিচে