বৃষ্টির গান

বৃষ্টি হয়ে ঝরো আমার ঘুমের আঙিনায়।

আমি

দেখব অলস চোখের পাপড়ি জলে ভেসে যায়।।

আমার

উঠোনভরা ধূলির সঙ্গে খেলছে আমার প্রাণ,

তুমি

ভিজিয়ে দিয়ে দাও শিখিয়ে দহনপুরের গান।

ওই

গানের সঙ্গে বান্ধো তুমি তোমার নিজের সুর

রৌদ্রকালে জাগুক আঁধার, অন্ধকারে ভোর।

এই

ভোরের আগে জাগতে হবে নইলে জাগা দায়।

তাই

বৃষ্টি হয়ে ঝরো আমার মরণ-আঙিনায়।।