বৃষ্টিব্যাখ্যা

বৃষ্টি এক ঘুমজাগানীয়া সংগীত

উচ্চমার্গীয় সুখ ও সন্ত্রাস—

কোমলগান্ধারে আলাপ বিস্তার তুলে

সন্ত্রস্ত শরীরের আগুন।

বৃষ্টিকে সংসারী হতে নেই,

বৃষ্টি এক স্পর্শকাতরতাও;

ধর্ম ও রাজনীতির যেখানে

চূড়ান্ত বিরোধিতায় থেকে যায়।

বৃষ্টি শরীরে নামার ব্যাপার,

বৃষ্টি মিস্টার মেয়রেরও বহুদূর সম্পর্কিত

বৃষ্টি একান্ত তোমার নামের মণিমুক্তা ত্রাস

যদি আসো ডেকে দুয়ারে, আমি খিল তুলে দিই!