দেশ নাই নদী নাই

বন্দুকের ঘায়ে শিশুর মগজের মতো ছিটকে বেরিয়ে এসেছি।

পেছনে গুলি, আগুন, মৃত্যু, ডাইনি-দানোর অট্টহাসি।

আমি রোহিঙ্গা।

আমার কোনো দেশ নাই নদী নাই

ছড়িয়ে পড়েছি পৃথিবীর দেশে দেশে।

ঈশ্বরের তালিকায় আমার নাম নাই।

শরণার্থীশিবিরে ঝুপড়ি ঘরগুলি ভাঙা কবরের মতো

তাকিয়ে থাকে আমার দিকে।

সারি সারি কবরের পাশ দিয়ে হাঁটি।

কবর থেকে নবজাতকের কান্না ভেসে আসে

আমি তার নাম রাখি আরাকান, নাফ।