শিল্পী বাহাদুর

এই অবেলায় বড়দা খাবেন

জর্দা দিয়ে পান—

পানমুখে তাঁর গানটা জমে

শান্তি অফুরান।

পানটা খেয়ে গানটা ধরেন

প্রাণটা জুড়ায় বেশ—

শেষ হলে গান তারপরেতেও

চলতে থাকে রেশ।

শ্রোতা বলেন—শাবাশ শাবাশ

সবাই দারুণ খোশ—

তাই পেয়ে যান বড়দা তখন

অন্য রকম জোশ!

উপুড় করেন গানের ডালি

গলায় ঢেলে সুর—

বড়দা এখন সবার কাছে

শিল্পী বাহাদুর।