মিহি ব্যথা

আঁধার রাতে ঝিলিক দেখে ভাবি

আলোর রেখা ঝলসে ওঠে পথে

খানিক পরে প্রগাঢ় ভালোবেসে

মুগ্ধ হয়ে যাবে কি আজ সাথে?

বৃষ্টি যদি সরিয়ে দেয় তার

দেহের ধুলো, মন কি হবে সাদা?

তীব্র¯স্রোতে ভাসছি ক্ষণে ক্ষণে

লাগছে কাদা, লাগছে চোখে ধাঁধা।

সন্ধ্যা ভালো, রাত্রি হলে জাগে

কুহকঘেরা মস্ত লোকালয়

একলা আমি ভাবছি ক্ষণে ক্ষণে

ছেড়েছি ঘর, ছেড়েছি সব ভয়।

আগুন-নদী পেরিয়ে আমি দেখি

পেলাম কিছু নিগূঢ় হাসিকথা

আঁধার রাতে চোখের ঠারে ঠারে

উঠল জেগে বুকের মিহি ব্যথা!