দেশহীন মানুষের গান

বর্ষার দিন আর সইছে না

পাখিদের নোটবুকে যে নাম

ভুলে গেছি সেই প্রেমিকার দেহ

বীথিকা-আঁখিমা নাম মনে বইছে না

হৃদয়ের ক্ষতে বিগত দিনের সন্দেহ

মরিচঝাঁপি ক্যাম্প আর ঘুমধুম

বিশ্বের এ যেন অভিশপ্ত যোনিদেহ

দেশভাগ আর দেশহীন মানুষের গান

কি রোহিঙ্গা কি-বা সিরিয়ার আয়লান

নাফ নদী, যার শোক নাই দুঃখ নাই

পড়ে আছে যেন মৃত ঈশ্বরের দেহ

দৃশ্য নাই ভালোবাসা নাই, আছে শুধু সন্দেহ।

অনুভূতি অনুবাদ কতটুকু করা যায় বলো?

বীথিকা-আঁখিমা নাম মনে বইছে না

তবুও শৈশব হাত নাড়ে পাশে আইসা বসে

দূরে ঠেইলা রাখি সন্দেহ

            বর্ষার দিন আর সইছে না...