রক্তি নদীর একলা মাঝি

ছোট ছোট দুঃখগুলো ইঁদুর ছিল

এখন তারা বাঘ হয়েছে, খাবলে ধরে

এখন তারা রক্তপায়ী সকাল-দুপুর, এখন তারা

ওত পেতে রয়, দুঃখ এখন জাপটে ধরে

ঘাড়ের ওপর দাঁত বসিয়ে হাসতে থাকে

এমন উপদ্রবের মধ্যে কোথায় যাব কোথায় পাব

কোথায় পাব নিবিড় নিবাস একটি রাতের

একফালি চাঁদ, নিরীহ এক নীরব নদী

পিরোজপুরের মাটির প্রদীপ

‘সাধের একতারা আমার...’

কোথায় গেছে একতারাটা, কোথায় এখন শীতের শিশির

কাজলবরণ নৌকাখানি, ভালোবাসার উদার গলুই?

ছোট ছোট দুঃখগুলো বিশাল হলো

ভালোবাসার অথই নদী পথ হারাল

আমি এলাম এ কোন গায়ে জোছনাবিহীন, রাত্রিবিহীন

একলা বসে কাঁদছে দেখি রক্তি নদীর একলা মাঝি...!