আমরা এসেছি

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

আমরা এসেছি রাখাইন থেকে দল বেঁধে পায়ে হেঁটে

ভিটেমাটি ফেলে, ইশকুল ছেড়ে জঙ্গল কেটে কেটে।
তোমাদের দেশে আমরা এসেছি পার হয়ে নাফ নদী
যেকোনো সময় প্রাণ হারাতাম হাঙর থাকত যদি।

উঠোন ছেড়েছি, বাগান ছেড়েছি, ছেড়েছি খেলার মাঠ,
বই খাতা আর কাগজ কলম, ছেড়েছি কবিতা পাঠ।
সুর করে আর নামতা পড়ি না অঙ্ক স্যারের কাছে
ছবিও আঁকি না, যদিও সঙ্গে রং তুলি সব আছে।

বাঁচার জন্য এখন বাড়াই তোমাদের দিকে হাত
অনাহারে কাটে কখনো কখনো আমাদের দিন রাত।
খাবার জন্য, পানির জন্য লাইনে দাঁড়াই রোজ
যদিও তোমরা প্রতিদিন এসে নাও আমাদের খোঁজ।

তাড়িয়ে দিয়েছে বাসভূমি থেকে সামরিক জান্তারা
রাখাইন থেকে রোহিঙ্গাদের নির্মূল চায় তারা।
জ্বালিয়ে দিয়েছে ফসলের মাঠ, জ্বালিয়ে দিয়েছে বাড়ি
আমরা কি আর এসব ঘটনা সহ্য করতে পারি?

তোমরা হৃদয়ে আশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছ আশা
জানি না কখন হারিয়ে ফেলেছি কৃতজ্ঞতার ভাষা।
মনের ভেতরে ইচ্ছেরা জাগে একসাথে খেলা করি
সকাল গড়ায়, দুপুর গড়ায়, দেখি ওই বেলা ঘড়ি।