চমোলুংমা

চাইলে আটকে রাখতে পারো বাতাস

মেঘ কুর্নিশ জানিয়ে মাথা নত করে যায় নিচে
ভোরে সূর্য দেখি তোমার পরে
উপত্যকায় ইয়ক চরাতে চরাতে...

তোমার দিকে তাকালে—
ফরসা বরফমাখা...
সূর্যের আলো পড়ে আশ্চর্য চিকচিক
ক্ষণে ক্ষণেই বদলে যাচ্ছে রং
তুমি পবিত্র ধ্যানে রয়েছ নিশ্চুপ

পানি আসে যখন জলাধার বেয়ে
মাছেরা করে জলকেলি—পাই
প্রাণের অস্তিত্ব—মঙ্গলবার্তা

জগতে যে যত বীর
বলশালীই হোক
সকলের আছে মা
জগতের তিন ভাগ জল
যে জল তুমিই ধরো—

চমোলুংমা—মা—আমা...
..........
‘চমোলুংমা’ নেপালি শব্দ; এর অর্থ ‘মা’। ‘আমা’ গারো ভাষার শব্দ; এর অর্থও ‘মা’।