প্রেমের কবিতা লিখতে পারি না, তবু

জ্যান্ত মাছের আঘাতে হঠাৎ আহত

তোমারই হাতের মধ্যমার মূল থেকে

অশ্রুর ধরনে গাঢ় রক্ত ঈষৎ গড়ালে

তৎক্ষণাৎ আঁতকে উঠে ওষুধের খোঁজে গৃহে ছুটি দিগ্‌বিদিক, আর,

ফিরে এসে টের পাই কত কাল পরস্পর দেখাই হয়নি।

ঠিক তখনই কোথাও বিরাট অফিস

প্রাঙ্গণের প্রান্তঘেঁষা বৃক্ষডালে বসে,

রৌদ্রঝলমল দিবসে, কী আশ্চর্য, কাকে যেন নিজ সুরে ডেকে ওঠে

এক নিঃসঙ্গ মাছরাঙা!