পলায়ন

খেলা ভাঙা সন্ধ্যাকে ভয় হয়

মেঘের কাছে কানাকড়ির দাম

বৃষ্টি হলে ভিজবে সমুদয়।

দিদার আমি পেয়েছি পাতার কাছে

আকাশ কারে দান করেছে ভোর

মেঘমল্লার দূরে কি চমকাল

বিজলি এসে ভাঙল ঘরের দোর!

কার গিয়েছে কে পেল তার কিছু

ব্যক্তিগত শরীর জানে ধ্যান

কুহক চূর্ণ উদাসিনী চুলে

কে ঘুমাল জ্বালিয়ে অভিজ্ঞান।

ফুঁয়ে ফুঁয়ে বাড়ছে ঠোঁটের জ্বর

ঘাসের গর্ভে সবুজখেলার রং

দৃষ্টিজুড়ে লেগেছে সন্ন্যাস

অমন আগুন দোলের সন্তরণ

পালাতে পালাতে নিজের কাছে যাই

চুক্তি মেনে ফিরব নিজের দিকে

নিজের জন্য আদরলাগা ঘোর

পূর্ণতা হয় অপূর্ণতায় ফিকে।