সাতটি দিনের ছড়ায় আমি


রোববার

: স্কুলে আজ কী শিখেছ?

: বর্ণমালা অ-আ ইংরেজিতে A-B

 আজ শিখেছি, ১-২, আমার নাম বেবি।

 সোমবার

: স্কুলে আজ কী শিখেছ?

: A-তে আপেল B-তে ব্যাট

 আজ শিখেছি, C-তে ক্যাট।

 মঙ্গলবার

: স্কুলে আজ কী শিখেছ?

: দুই-দুগুণে চার এবং তিন আর দুয়ে পাঁচ

 আজ শিখেছি, কেমন করে আঁকতে হবে গাছ।

 বুধবার

: স্কুলে আজ কী শিখেছ?

: যোগ-বিয়োগের নিয়মকানুন সঙ্গে পূরণ-ভাগ

 আজ শিখেছি, গল্প-ছড়া এবং গানের রাগ।

 বৃহস্পতিবার

: স্কুলে আজ কী শিখেছ?

: পাহাড়-নদী, পশু-পাখি, ধূসর মরুভূমির কথা

 আজ শিখেছি, কেমন করে পেলাম দেশের স্বাধীনতা।

 শুক্রবার

: স্কুলে আজ কী শিখেছ?

: আজকে কেন স্কুলের কথা? বোকা নাকি!

 শুক্র-শনি ছুটি আমার, মাঠে থাকি।