মুসার পর্বত

(উৎসর্গ: আফ্রিদা তানজিম)

যখন তোমাদের রাত্রিগুলো ভারী হয়,
যেন চোখের পাতার মতো ওজন।
যেন জ্বলে যাওয়া মুসার পর্বত।

একবারই যে আয়নায় তাকিয়ে ছিল
তার জন্য দোয়া করো;

বিকেলের শেষ রোদে আমি
মুখ লুকাই...
আলোতে ভরে যায়
আলোর শরীর!

দূর এক শহরে
লন্ঠনের সলতে
যখন পুড়ে প্রায় শেষ;
একটা মেয়ের নিশ্বাস
বহু বছর পর আসবে ভেসে।

ফেরেশতারা তাকে পারেনি বাঁচাতে!
অভিমানের দোহাই দিয়ে
ইবলিস নিয়ে গেল!

তবু কি মানুষ যায় চলে?
একবার তাকাও
বুনো প্রজাপতিগুলোর দিকে;
দেখো মানুষ কীভাবে বাঁচে,
কত অরূপের রূপ নিয়ে
তোমাদের সাথে।

আর নির্জন সকালগুলো
ভেজা তোয়ালেতে মুছে রেখো,

আর কিছু মোমবাতি
আকাশ থেকে এসো নিয়ে;

যদি বাচ্চাটা আবারও আসে
আমাদের স্বপনের দরজা খুলে!