যৌবন যদি অনন্ত হয়

যৌবন যদি অনন্ত হয়

প্রয়োজন নেই বসন্তের।

উজ্জ্বল দিন, কালো পাখি

ডাকলে ডাকুক,

মানস-পাড়ায় সূর্য-প্রহর না থাকলে

উৎসে মধু বিষের নগর।

কুসুম-দিনের গল্পেরা সব

ছিলাম ছিলর অতীত-বসত।

পতনধ্বনি মৃত পাতায়

বাজায় বাঁশি, নিকট আশা।

প্রেমের দিন তৃষ্ণা-প্রধান

সৌন্দর্য থাকলে কেবল।

অগ্নিশাখা তখন কাঁদে

যখন তুমি বসন্তহীন।