মিরর

তার হাত ধরি

আমি কার হাত ধরি,

মানে সে আমার কে

তার সাথে আমার যে কী!

তার পাশে বসি

আমি কার পাশে বসি,

এমন বসায় কী জানি কী আছে—

তাই নিয়ে ঘোরাঘুরি

নিজেরই আনাচে-কানাচে!

সে যে কী, কেন, কখন—

কীভাবে আমার কাছে!

তার দিকে যাই

আমি কার দিকে যাই—

মূলত নিজের দিকেই নিজে,

বসি নিজ হাত ধরে

নিজেকে দেখছি আমি তাহার মিররে!