কাব্যসুন্দরী

যতই ফেরাতে চাই চোখ,

সুন্দরের টানে

ততই সে ফিরে যায়—;

কেন্দ্রস্রোতে

পুনরায় তারই মুখপানে।

যতই চোখকে বলি—

ওই মুখপানে আর চেয়ো না,

যতই মনকে বলি—না,

ওই মায়া-হরিণীর পিছে

তুমি আর মিছে ধেয়ো না।

কেউ কি সে কথা শোনে?

সুন্দরের মাতাল নেশায়

হিমালয় থেকে নেমে আসা

নদীজলে সমুদ্র ভেসে যায়।

কল্পনা শুধু কল্পনাজাল বোনে।