দিয়ো তাকে তার করুণ অংশ

কীই-বা বলো করার থাকে তার?
থাকতে যদি না পারে সে—না হয়ে ছারখার! 

চলতে যদি লাগেই কোনো টলতে থাকার পরিস্থিতি
ভাবতে গিয়ে হওয়াই লাগে দ্বিধার দ্বিখণ্ডন 

তখন তাকে চিনতে পারো একটা ভাঙা মন—হিসেবে
তোমার নিজের টুকরাগুলি মিশিয়ে দেবার স্থান 

কীই-বা বলো করার থাকে—সবচেয়ে করুণ অংশটাকে
নিজেই গিয়ে ধরতে যদি চায়? 

দিয়ো তাকে তার করুণ অংশ—ধ্বংসাবশেষ
আইসা তোমার সাথেও কিছু

করতে যদি চায়