এক নজরে জাতীয় উৎসব ২০১৭

 জাতীয় গণিত উৎসবের স্থান: সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা
 উৎসবের তারিখ: ১০–১১ ফেব্রুয়ারি
 অংশগ্রহণকারী অঞ্চল: ১৫টি
 অংশগ্রহণকারীর সংখ্যা: ১ হাজার ১২০
 উৎসবের সঙ্গী যারা: প্রথম আলো বন্ধুসভা, মুভার্স (ম্যাথ অলিম্পিয়াড ভলান্টিয়ার্স), বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, ডেনিস, লাভেলো আইসক্রিম, সিসিমপুর, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা, নিত্যরঙ, মুক্ত আসর, প্রথমা প্রকাশন, সময়, তাম্রলিপি, বিজ্ঞান একাডেমি. অনুপম, আদর্শ, রকমারি ডটকম, অন্য রকম বিজ্ঞান বাক্স, ঢাকা মহানগর পুলিশ প্রশাসন ও মোহাম্মদপুর স্টান্ট ভাইপার্জ।
 মুভার্স সম্মাননা: গাজীউল হক, হিটলার এ হালিম ও ফরিদুর রহমান।
 সেরা আঞ্চলিক ভেন্যু: ফরিদপুর
 বিশেষ কৃতজ্ঞতা: ব্রাদার রবি পিউরিফিকেশনস, অধ্যক্ষ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঢাকা।
 আয়োজনে: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি
 পৃষ্ঠপোষকতায়: ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড
 ব্যবস্থাপনায়: প্রথম আলো