গণিত উৎসব একটি আনন্দ আয়োজনের নাম

পরীক্ষা পর্বে এক শিক্ষার্থী
পরীক্ষা পর্বে এক শিক্ষার্থী

গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবী ও আয়োজক সবাইকে আমার ও ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। খুব সুন্দরভাবে, সফলভাবে সারা দেশে ১৫টি অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক ও জাতীয় গণিত উৎসব ২০১৭ শেষ হয়েছে। শুরু থেকেই গণিত উৎসব কোনো প্রতিযোগিতার নাম নয়, একটি আনন্দ আয়োজনের নাম। প্রতিবছর এ আয়োজনে যুক্ত হয় সারা দেশের শিক্ষার্থীরা। তারা আনন্দমুখর পরিবেশে অঙ্ক কষে, গণিতের প্রতি ভালোবাসা জানায়। এককালের গণিতভীতি এখন পরিবর্তিত হয়েছে গণিতের প্রতি ভালোবাসায়। আমি মনে করি, গণিত উৎসব আমাদের জাতীয় জীবনেরও অর্জন।

শুরু থেকে এ আয়োজনের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংক সংযুক্ত থাকতে পেরে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত। ডাচ্-বাংলা ব্যাংক সব সময় শিক্ষা আর শিক্ষার্থীদের পাশে থাকে বিভিন্ন আয়োজন নিয়ে।

আমি আশা করি, এবারও বাংলাদেশ দল আগের সব ফলাফল ছাড়িয়ে সেরা সাফল্য নিয়ে আসবে।

ব্যবস্থাপনা পরিচালক, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড