আইএমওতে আমরা নিয়মিত খুব ভালো করছি

সাংস্কৃতিক পর্বে ছিল নিত্যরঙ–এর শিল্পীদের পরিবেশনা
সাংস্কৃতিক পর্বে ছিল নিত্যরঙ–এর শিল্পীদের পরিবেশনা

দেখতে দেখতে আমরা ১৫তম গণিত উৎসবের চূড়ান্ত পর্ব শেষ করলাম। প্রতিবারের মতো এবারও ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুরু হয় গণিতের প্রতি ভালোবাসার এ আয়োজন। এ যেন শীতকালীন উৎসব। এবারও সারা দেশে সফলভাবে শেষ হয়েছে ১৫টি আঞ্চলিক আয়োজন। সেখানের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব ২০১৭। তারপর এখান থেকে কয়েক ধাপে বাছাই করে প্রশিক্ষণ দিয়ে ব্রাজিলে অনুষ্ঠিতব্য ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে দল পাঠানো হবে। গত ১৫ বছরের দেশব্যাপী আমাদের কার্যক্রমের ফলে আমরা দেখছি, তরুণ শিক্ষার্থীদের মনে যে গণিতভীতি ছিল, তা অনেকটা দূর হয়েছে আর এখন গণিতচর্চা করতে অনেক তরুণ শিক্ষার্থী ভালোবাসে।

আইএমওতে এখন আমরা নিয়মিত খুব ভালো করছি। এর চেয়েও বড় কথা, প্রতিবার আগের বছরের ফলাফলের তুলনায় আরও ভালো করছি। আইএমও থেকে ফিরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে আর রাখছে তাদের মেধার স্বাক্ষরও। উজ্জ্বল করছে আমাদের দেশের নাম। এসবই আমাদের সবার অর্জন, গণিত অলিম্পিয়াডের ১৫ বছরের অর্জন। আর গণিত অলিম্পিয়াডের মতো আয়োজিত হচ্ছে অন্যান্য বিষয়ভিত্তিক অলিম্পিয়াড।

সভাপতি, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি