'বাজেটে ক্ষতিগ্রস্ত' জাহাজভাঙা শিল্প

আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে বাংলাদেশ ও পাকিস্তানের জাহাজভাঙা শিল্প ক্ষতিগ্রস্ত হবে। কেননা, দুই দেশের বাজেটেই লাইট ডিসপ্লেসমেন্ট টনেজ (এলডিটি), অর্থাৎ একটি জাহাজের মূল ওজনভিত্তিক দাম কমিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের বাজেটে এলডিটি প্রতি ১০ ডলার কমানো হয়েছে। বাংলাদেশের বাজেটে জাহাজভাঙা শিল্পের জন্য আরও খবর থাকতে পারে। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের লোকজন চাচ্ছেন, নতুন বাজেটে ভ্যাট-ট্যাক্স আরোপ করা-সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করাতে। ওয়ার্ল্ড মেরিটাইম নিউজ