দুই বছর পেরোলেও একই দশা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল বিনিময় হয়েছে প্রায় দুই বছর হলো। ভারতের ছিটমহলের অধিবাসীরা এখনো পূর্ণ সুফল পাচ্ছে না। ভারতীয় নাগরিক ওসমান গনি কুড়িগ্রামে ভারতীয় ছিটমহলের বাসিন্দা ছিলেন। বিনিময়ের পর তাঁর পরিবারসহ ২১৫টি পরিবারকে পশ্চিমবঙ্গের কুচবিহারে স্বাগত জানিয়েছিল ভারত সরকার। তাদের একটি আশ্রয়শিবিরে রাখা হয়। সুন্দর আগামীর প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রায় দুই বছর পেরিয়ে গেল। এখনো সেই শিবিরেই আছে ওই পরিবারগুলো। ভাগ্যের আর কোনো পরিবর্তন হয়নি তাদের। দ্য হিন্দু বিজনেস লাইন