যান চলাচল ছিল স্বাভাবিক

দলীয় আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আট নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকে ছিল জামায়াতে ইসলামী। তবে ভোর থেকে রাজধানীসহ বিভিন্ন শহরে জামায়াতের নেতা-কর্মীদের তেমন কোনো কর্মসূচি ছিল না। সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন শহরে যানজটও দেখা দিয়েছে বলে জানা গেছে।

রাজধানীর শ্যামলী এলাকার দুপুরে হরতালের চিত্র। যান চলাচল স্বাভাবিক। ছবি: জাহিদুল করিম
রাজধানীর শ্যামলী এলাকার দুপুরে হরতালের চিত্র। যান চলাচল স্বাভাবিক। ছবি: জাহিদুল করিম
চট্টগ্রাম নগরে হরতালের তেমন প্রভাব পড়েনি। আগ্রাবাদ মোড়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরে হরতালের তেমন প্রভাব পড়েনি। আগ্রাবাদ মোড়, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
বরিশাল নগরের বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। এ এলাকার সকালের চিত্র। ছবি: সাইয়ান
বরিশাল নগরের বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। এ এলাকার সকালের চিত্র। ছবি: সাইয়ান
কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় বেলা দুইটার দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: তাফসিলুল আজিজ
কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় বেলা দুইটার দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবি: তাফসিলুল আজিজ
সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতাল। রাস্তায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কোর্টপয়েন্ট, সিলেট। ছবি: আনিস মাহমুদ
সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতাল। রাস্তায় যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। কোর্টপয়েন্ট, সিলেট। ছবি: আনিস মাহমুদ
সকালে ছাত্রলীগ কর্মীদের হরতালবিরোধী মিছিল। লামাবাজার এলাকা, সিলেট। ছবি: আনিস মাহমুদ
সকালে ছাত্রলীগ কর্মীদের হরতালবিরোধী মিছিল। লামাবাজার এলাকা, সিলেট। ছবি: আনিস মাহমুদ
রাজধানীর ফার্মগেট এলাকার হরতালের দুপুরের চিত্র। ছবি: আবদুস সালাম
রাজধানীর ফার্মগেট এলাকার হরতালের দুপুরের চিত্র। ছবি: আবদুস সালাম