তবুও জীবন যাচ্ছে কেটে

প্রাণ বাঁচাতে ভিটে ছেড়ে ভিনদেশে পাড়ি জমিয়েছে রোহিঙ্গারা। অনেকে বাংলাদেশের অস্থায়ী ক্যাম্পগুলোতে জায়গা পেয়েছে, অনেকেই পায়নি। অনেকে ঠাঁই নিয়েছে ক্যাম্পের বাইরে। অনেক সময় খাবার জুটছে, অনেক সময় থাকতে হচ্ছে অভুক্ত। ভবিষ্যৎ অনিশ্চিত। দেশে ফেরা হবে কি না, তা হলফ করে কেউ বলতে পারে না। এত কষ্টের মধ্যেও আছে ছোট ছোট আশা, আনন্দ। হাসিকান্না মিলিয়েই অস্থায়ী শরণার্থীশিবিরে থাকা রোহিঙ্গাদের জীবন চলছে। রোহিঙ্গাদের দৈনন্দিন জীবনের কিছু খণ্ডচিত্র কক্সবাজারের উখিয়া থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে।

ঝুপড়ির ছাউনিতে লতিয়ে ওঠা কুমড়োগাছের পরিচর্যা। ১১ অক্টোবর, বালুখালী।
ঝুপড়ির ছাউনিতে লতিয়ে ওঠা কুমড়োগাছের পরিচর্যা। ১১ অক্টোবর, বালুখালী।
বৃষ্টির সঙ্গে একটুখানি দুষ্টুমি। ১২ অক্টোবর, বালুখালী।
বৃষ্টির সঙ্গে একটুখানি দুষ্টুমি। ১২ অক্টোবর, বালুখালী।
ঝিরিঝিরি বৃষ্টিতে সন্তান কোলে মা। ১২ অক্টোবর, বালুখালী।
ঝিরিঝিরি বৃষ্টিতে সন্তান কোলে মা। ১২ অক্টোবর, বালুখালী।
আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের জন্য খাবারের আয়োজন। ১২ অক্টোবর, পশ্চিম হিন্দুপাড়া, কুতুপালং।
আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের জন্য খাবারের আয়োজন। ১২ অক্টোবর, পশ্চিম হিন্দুপাড়া, কুতুপালং।
মিয়ানমারে ফেলে আসা স্বজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা। ১২ অক্টোবর, পশ্চিম হিন্দুপাড়া, কুতুপালং।
মিয়ানমারে ফেলে আসা স্বজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা। ১২ অক্টোবর, পশ্চিম হিন্দুপাড়া, কুতুপালং।