স্বপ্ন পুড়ে ছাই

পুড়েছে বস্তি। পুড়ে গেছে অনেক মানুষের স্বপ্ন। আজ সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারের কাছে আমবাগান বস্তিতে এই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ছবি: সাহাদাত পারভেজ
পুড়েছে বস্তি। পুড়ে গেছে অনেক মানুষের স্বপ্ন। আজ সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারের কাছে আমবাগান বস্তিতে এই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ছবি: সাহাদাত পারভেজ

আনোয়ারা বেগমের (৫০) স্বামী মারা গেছেন আগেই। তিনি ছেলেদের বিভিন্ন মেসে রান্নার কাজ করেন। ছেলে কাজ করেন পোশাক কারখানায়। মা-ছেলে থাকেন রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার আমবাগান বস্তিতে। তাঁদের রোজগারের টাকা একটু একটু করে জমিয়ে ৭০ হাজার টাকা রেখেছিলেন ট্রাঙ্কের ভেতর। কিছুদিনের মধ্যে ব্যাংকে অ্যাকাউন্ট করে এই টাকা জমাতেও চেয়েছিলেন তিনি। স্বপ্ন ছিল আরও কিছু টাকা জমলে এই শহর ছেড়ে গ্রামে ফিরে যাবেন। একখণ্ড জমি কিনে সেখানেই কাটিয়ে দেবেন বাকিটা জীবন। কিন্তু তাঁর সেই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
আজ বুধবার সকালে রাজধানীর আমবাগান বস্তিতে আগুন লাগার ঘটনায় এই ঘটনা ঘটে। ঘর থেকে কিছুই বের করতে পারেননি আনোয়ারা। বস্তিতে প্রবেশের মুখে তিনি যখন বিলাপ করছিলেন, তখন তাঁদের এক প্রতিবেশী তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু তাঁর আজকের এই আহাজারি কিছুতেই যেন থামার নয়। বিলাপ করতে করতে বলছিলেন, ‘আমাগো কষ্টের ট্যাকা, রক্ত পানি করা ট্যাকা সব পুইড়া ছাই হইয়া গেল গো...!’
এই বস্তিতে থাকা ঠাকুরগাঁওয়ের রুনা বেগমও রান্নার কাজ করেন বিভিন্ন মেসে। স্বামী আলেত আলী রিকশা চালান। আগুন লাগার পর তিন বছরের ছেলে আর চার বছরের মেয়েকে কোলে নিয়ে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে আসেন তিনি। ঘরে থাকা জমানো ১৫ হাজার টাকাসহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কাঁদতে কাঁদতে রুনা বলছিলেন, ‘তিল তিল করে সংসার গোছাইছি। ঈদের জন্য টাকা জমাইছিলাম। সব পুইড়্যা গেল। কিছু সঙ্গে আইনতে পারলাম না।’

পুড়েছে বস্তি। পুড়ে গেছে অনেক মানুষের স্বপ্ন। আজ সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারের কাছে আমবাগান বস্তিতে এই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ছবি: সাহাদাত পারভেজ
পুড়েছে বস্তি। পুড়ে গেছে অনেক মানুষের স্বপ্ন। আজ সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারের কাছে আমবাগান বস্তিতে এই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ছবি: সাহাদাত পারভেজ

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের কাছে আমবাগান বস্তিতে আগুন লাগে। আগুনে অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এ কাজে স্থানীয় লোকজনও অংশ নেয়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
খোঁজ নিয়ে জানা গেছে, এই বস্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বরাদ্দ থাকলেও ওই কর্মচারীদের অনেকে এসব ঘর ভাড়া দিয়ে রেখেছেন। সেখানে নিম্ন আয়ের লোক, রিকশাচালক ও পোশাক কারখানার শ্রমিকেরা থাকতেন।
আমবাগান আবাসিক কলোনি সমিতির সাধারণ সম্পাদক আবদুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এখানে প্রায় ৫৫ থেকে ৬০টি ঘর পুড়ে গেছে। ঘর ভাড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ ঘর ভাড়া দেয়নি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের জোন-৩-এর উপসহকারী পরিচালক মামুন মাহমুদ বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমবাগান বস্তিতে আগুন লাগলে পান্থপথ থেকে ফার্মগেট যাওয়ার সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগ পোহায় পড়ে সাধারণ মানুষ।
আগুন নিভে যাওয়ার পর নিজের পোড়া ঘরের সামনে দাঁড়িয়ে ডুকরে কাঁদছিলেন মালতী প্রসাদ। ৩০ বছর ধরে আমতলি বস্তিতে থাকেন তাঁরা। দুই মাস আগে তাঁর স্বামী বাবুল প্রসাদের অস্ত্রোপচার হয়েছে। আগুন লাগার পর অসুস্থ স্বামীকে নিয়ে বেরিয়ে গেছেন তিনি। সঙ্গে কিছুই নিতে পারেননি। আগুন নেভার পর পোড়া বাড়ির সামনে নিজ হাতে লাগানো পুড়ে যাওয়া পেয়ারা গাছ ধরে কাঁদছিলেন আর বলছিলেন, ‘ধার কইরা স্বামীর চিকিৎসা করাইলাম। ঘরটাও পুড়ল। এখন কীভাবে বাঁচমু। কোথায় থাকমু...?’