রায়ের অনুলিপি পেয়েছেন খালেদার আইনজীবী

প্রথম আলো ফাইল ছবি।
প্রথম আলো ফাইল ছবি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি বা অনুলিপি পেয়েছেন এই মামলার সাজাপ্রাপ্ত আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।

আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে বিশেষ জজ আদালত-৫–এর বিচারক আখতারুজ্জামানের কার্যালয় থেকে এ অনুলিপি খালেদা জিয়ার আইনজীবীদের কাছে হস্তান্তর করা হয়। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এই অনুলিপি নেন।

৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত এই মামলার রায় দেন। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুর্নীতির জন্য পাঁচ বছরের সাজা ও জরিমানা করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেকে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়।

রায়ের দিন আদালত ৬৩২ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন। আজ যে অনুলিপি দেওয়া হয়েছে, সেটি ১ হাজার ১৭৪ পৃষ্ঠার।