৩৮ আসনে পরিবর্তন আসছে

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৬টি জেলার ৩৮টি সংসদীয় আসনে সীমানা পরিবর্তন আসছে।

আজ বুধবার নির্বাচন কমিশনের সভায় এ খসড়া চূড়ান্ত করা হয়। সভাশেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এক ব্রিফিংয়ে এসব কথা জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, খসড়া নিয়ে কারও দাবি, আপত্তি বা সংশোধন থাকলে ১ এপ্রিলের মধ্যে তা জানাতে হবে। ৩০ এপ্রিল সীমানা পুনর্নির্ধারণ করে ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে গেজেট আকারে প্রকাশ করা হবে।