নোংরা পানিতে দুর্ভোগ

দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রাজধানীর পূর্ব জুরাইনবাসী। এই এলাকার কমিশনার রোড মোড় এলাকার বিভিন্ন সড়ক খানাখন্দে ভরা। এমনকি বছরের প্রায় পুরোটা সময় পয়োনালার উপচে পড়া নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে সয়লাব থাকে। খানাখন্দে ভরা সড়ক কালো নোংরা পানির নিচে থাকায় যানবাহন চালাতেও বিপাকে পড়ছেন চালকেরা। এই এলাকায় মশার উপদ্রবও বেশি। সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছে আরজি জানিয়েও সমাধান পাননি এলাকাবাসী। ছবিগুলো গত রোববারের।

পুরো সড়কে পয়োনালার উপচে পড়া নোংরা পানি। বিপাকে এলাকাবাসী।

নোংরা পানির নিচে হারিয়ে গেছে সড়ক। প্রতিদিন এভাবেই চলতে হচ্ছে এলাকাবাসীকে।

ভাঙা সড়ক, তার ওপর নোংরা পানি। সব মিলিয়ে পথচারীদের পাশাপাশি যানবাহন নিয়ে অসুবিধায় পড়ছেন চালকেরা।

শিশুকে কাঁধে তুলে নোংরা সড়ক পার হচ্ছেন একজন।

যেখানে সুস্থ মানুষেরই এই পথ পাড়ি দিতে বেগ পেতে হয়, সেখানে অসুস্থ মানুষের দুর্ভোগের যেন আর শেষ নেই। অনেকে সড়ক পার হতে গিয়ে পিছলে পরে হাত-পাও ভাঙছেন।

এই নোংরা পানির সঙ্গে এখন এলাকাবাসীর বসবাস।