রাজধানীতে বৈশাখের বৃষ্টি

চৈত্র শেষ, বৈশাখের শুরু। বৈশাখ মানেই ঝড়–বৃষ্টি। মাঝেমধ্যেই ঝড় দেখা দিচ্ছে। আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে আকাশে কালো মেঘ, সঙ্গে মেঘের গর্জন। দুপুরের দিকে নামে ঝুম বৃষ্টি। বৈশাখের প্রখর রোদ ও গরমকে ম্লান করে দিয়ে স্বস্তির বৃষ্টি। তবে অনেকের জন্য এই বৃষ্টি স্বস্তির ছিল না। বৃষ্টির জন্য প্রস্তুতি না নিয়ে অনেকে ঘর থেকে বের হয়েছিলেন। তাই অনেককেই বিড়ম্বনায় পড়েন। গন্তব্যে পৌঁছানোর আগে ভিজেছেন অনেকে। ছবিগুলো মঙ্গলবার দুপুরের।

বাড়ি ফিরতে গাড়ির জন্য তোপখানা রোডে অপেক্ষা করছেন এক শিক্ষার্থী। মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেছেন তিনি।ছবি: সাইফুল ইসলাম
বাড়ি ফিরতে গাড়ির জন্য তোপখানা রোডে অপেক্ষা করছেন এক শিক্ষার্থী। মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেছেন তিনি।ছবি: সাইফুল ইসলাম
অনেকে রিকশার হুড খুলে ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজেছেন। টিএসসি এলাকায় বৃষ্টি উপভোগ করছেন দুই তরুণী।ছবি: শুভ্র কান্তি দাশ
অনেকে রিকশার হুড খুলে ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজেছেন। টিএসসি এলাকায় বৃষ্টি উপভোগ করছেন দুই তরুণী।ছবি: শুভ্র কান্তি দাশ
দ্রুত বাইসাইকেল চালিয়েও বৃষ্টি থেকে বাঁচতে পারেনি এই তরুণ। হাতিরঝিল এলাকার ছবি।ছবি: আবদুস সালাম
দ্রুত বাইসাইকেল চালিয়েও বৃষ্টি থেকে বাঁচতে পারেনি এই তরুণ। হাতিরঝিল এলাকার ছবি।ছবি: আবদুস সালাম
ক্রিকেট খেলা শেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরছেন শিশু-কিশোরের দল। টিএসসি এলাকার ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ
ক্রিকেট খেলা শেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরছেন শিশু-কিশোরের দল। টিএসসি এলাকার ছবি। ছবি: শুভ্র কান্তি দাশ
ঝড়ে উপড়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছ।ছবি: সুমন ইউসুফ
ঝড়ে উপড়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছ।ছবি: সুমন ইউসুফ
বৃষ্টি অনেকের কাছে উপভোগ্য হলেও দিনমজুরদের জন্য বিড়ম্বনার। টিএসসি এলাকার ছবি।ছবি: শুভ্র কান্তি দাশ
বৃষ্টি অনেকের কাছে উপভোগ্য হলেও দিনমজুরদের জন্য বিড়ম্বনার। টিএসসি এলাকার ছবি।ছবি: শুভ্র কান্তি দাশ
দোকানের বড় ছাতাটা নিয়েই বৃষ্টির মধ্যে গন্তব্যে যাচ্ছেন একজন দোকানি। টিএসসি এলাকার ছবি।ছবি: শুভ্র কান্তি দাশ
দোকানের বড় ছাতাটা নিয়েই বৃষ্টির মধ্যে গন্তব্যে যাচ্ছেন একজন দোকানি। টিএসসি এলাকার ছবি।ছবি: শুভ্র কান্তি দাশ