'না খেয়ে, না ঘুমিয়ে ষড়যন্ত্র রুখেছে ছাত্রলীগ'

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ফাইল ছবি
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি, জামায়াত, ছাত্রদল ও ছাত্রশিবির দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বলেছেন, ‘কোটাবিরোধী আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হয়েছিল। ছাত্রলীগের নেতা-কর্মীরা না খেয়ে, না ঘুমিয়ে এ ষড়যন্ত্র রুখে দিয়েছেন। ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্র হলে ছাত্রলীগ মোকাবিলা করবে।’

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জে জেলা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে জাকির হোসাইন এসব কথা বলেন।

জাকির বলেন, ‘দেশের প্রয়োজনে ছাত্রলীগ নেতা-কর্মীরা জীবন দিতে প্রস্তুত। সামনে জাতীয় নির্বাচন, ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঠে কাজ করতে হবে।’

জেলা ছাত্র লীগের আহ্বায়ক আরিফ উল আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, সুনামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র নাদের বখত প্রমুখ।