মিথ্যাচার ও ভণ্ডামির যুগ চলছে: মান্না

মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ভালো হয়েছে, আমরা একটি স্যাটেলাইট পাঠিয়েছি। সেটা খারাপ কেন? স্যাটেলাইট আমাদের দরকার। কিন্তু এই স্যাটেলাইট কীভাবে হলো? ফ্রান্স তৈরি করেছে, আমেরিকা উৎক্ষেপণ করেছে। আমরা টাকা দিয়েছি। তা-ও কীভাবে? লোন করে। এসব ব্যবসার মূল মালিক হয়েছে দুটি প্রতিষ্ঠান।’ মান্না অভিযোগ করেন, এখন মিথ্যাচার ও ভণ্ডামির যুগ চলছে।

জাতীয় প্রেসক্লাবে রোববার দুপুরে এক আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে জাতীয় স্মরণ মঞ্চ।

সরকারের প্রতি প্রশ্ন রেখে মান্না বলেন, ‘ন্যানো টেকনোলজিতে আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠাতে পেরেছিলাম। আমাদের তরুণ যুবক কিছু তারা করেছিল কাজটা। তারা আজ হোক অথবা তিন বছর পরে হোক, পাঁচ বছর পরে হোক তারা নিজেরাই একটা স্যাটেলাইট বানাতে পারত।’

মান্নার ভাষ্য, ‘কারণ ওখানেও যে মহা লুট চলছে, সেই মহা লুটের আরেকটা ব্যবস্থা করা হচ্ছে। আমি নাম বলব না, এক টেলিভিশনের এমডি যিনি প্রতিটি প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দাওয়াত পান। তিনি বলেছেন, ওই স্যাটেলাইটের সার্ভিস বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল নিতে পারবে না। তারপরে পত্রিকা লিখেছে, ওটার গ্রাউন্ডের যে সার্ভিস, সেই সার্ভিসের নিশ্চয়তা এখন পর্যন্ত নেই। অন্তত তিন বছর লাগবে।’

একটি প্রতারণার, মিথ্যাচার ও ভণ্ডামির যুগ চলছে মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, ইতিহাস বিকৃত করার এক মহোৎসব চলছে এখন। এর বিরুদ্ধে লড়াই যদি করতে হয়, তাহলে যে রকম সাহস লাগবে, সেই রকম প্রজ্ঞা লাগবে। সেই রকম মিছিল করার ক্ষমতা লাগবে, সে রকম জ্ঞানের ভান্ডারও সমৃদ্ধ থাকতে হবে।

বর্তমান সংকট উত্তরণ ও রাজনীতিকে ঠিক পথে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘রাজনীতি বিপথে গেছে। রাজনীতিকে ঠিক পথে আনতে হবে। গণতন্ত্রের সবাইকে এক হতে হবে।’

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশে লুটপাটের রাজনীতি চলছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে কঠিন সংগ্রামে যেতে হবে।’

জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি আহম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হাই শিকদার, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ বক্তব্য দেন।