ট্রেনে বিনা ভাড়ায় ভ্রমণ করায় ৭৫০ জনকে জরিমানা

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করায় জয়দেবপুর রেলওয়ে জংশনে ৭৫০ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ ‘বিশেষ ব্লক চেকিং’ অভিযান চালিয়ে এ জরিমানা করে। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করায় ৭৫০ জনের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ পৌনে দুই লাখ টাকা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. শাহজাহান বলেন, সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গগামী এবং ময়মনসিংহগামী সব ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বাণিজ্যিক ব্যবস্থাপক (চট্টগ্রাম) সরদার শাহাদত আলী। এ সময় তাঁকে সহযোগিতা করেন রেলওয়ের সহকারী ট্রাফিক সুপার ও ট্রাফিক পরিদর্শক মো. হুমায়ুন আহমেদ। বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণ করায় ৭৫০ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ ১ লাখ ৭৫ হাজার ৩২৫ টাকা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।