আনকাক সম্মেলনে দুদক চেয়ারম্যান

ইকবাল মাহমুদ। ফাইল ছবি
ইকবাল মাহমুদ। ফাইল ছবি

জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন (আনকাক) নবম ইমপ্লিমেন্টেশন রিভিউ গ্রুপের সম্মেলন আজ সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ সম্মেলনে অংশ নিচ্ছে।

আনকাক চার্টারের দ্বিতীয় অধ্যায় অনুসারে দুর্নীতি প্রতিরোধ এবং পঞ্চম অধ্যায় অনুসারে সম্পদ পুনরুদ্ধার বিষয়ে এ সম্মেলন হচ্ছে। শুরুর অধিবেশনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ তাঁর বক্তব্যে দুদকসহ দেশের অন্যান্য সংস্থার গৃহীত সব কার্যক্রম উপস্থাপন করেন।
এ সময় তিনি দুর্নীতি দমন কমিশন কর্তৃক গৃহীত প্রতিরোধমূলক কার্যক্রম যেমন দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, সততা স্টোর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপন, গণশুনানি পরিচালনাসহ অন্যান্য বিষয় তুলে ধরেন। সম্পদ পুনরুদ্ধার বিষয়ে দুদক চেয়ারম্যান কমিশনের নিজস্ব সম্পদ পুনরুদ্ধার ইউনিট গঠনসহ এর বিভিন্ন কার্যক্রম উল্লেখ করেন।

ইকবাল মাহমুদ বলেন, কমিশন দুর্নীতি প্রতিরোধে অন্তর্ভুক্তিমূলক এমন কর্মসূচি গ্রহণ করেছে, যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষের দুর্নীতি প্রতিরোধে অংশগ্রহণের সুযোগ রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কমিশন বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি বলেন, পদ্ধতিগত রিভিউয়ের মাধ্যমে দুর্নীতির ফাঁকফোকর বন্ধেও কাজ করছে কমিশন। এ ক্ষেত্রে তিনি কমিশন কর্তৃক গঠিত ২৫টি প্রাতিষ্ঠানিক টিমের কার্যক্রমের কথা উল্লেখ করেন।