রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ২

ঢাকায় পৃথক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকালের মধ্যে এই দুর্ঘটনা দুটি ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ রবি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএসআই মোহাম্মদ রবি উল্লাহ জানান, গতকাল রাত ৩টার দিকে ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ঢাকাগামী একটি ট্রেনে ধাক্কায় অজ্ঞাত শিশুর (১৩) মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

শিশুটির পরনে ছিল সাদা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট।


এএসআই জানান, সকাল ৯টার দিকে খিলক্ষেত রেলগেটের উত্তর পাশের রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় কাজী মানিক হোসেন (৩২) নামের একজন মারা গেছেন। নিহত মানিক হোসেনের বাড়ি নওগাঁর বোয়ালিয়া উপজেলায়। বাবার নাম আনছার আলী। মানিক হোসেন খিলক্ষেত বনরূপা এলাকায় থাকতেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই।