সাভারে পানির ট্যাংক ধসে মা-ছেলের মৃত্যু

ঢাকার আশুলিয়ার ঘুমাইল বাংলাবাজার এলাকায় পানির ট্যাংক ধসে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সেলিনা বেগম (৩৫) ও সিয়াম (৭)। আহত হয়েছে সেলিনার ভাই টুটুল (২০)। তবে সেলিনার আরেক ছেলে সেলিম অক্ষত রয়েছেন।

সেলিনা একজন পোশাক কর্মী ছিলেন। পাঁচ বছর আগে তাঁর স্বামী মারা যায়। তাঁদের বাড়ি গাইবান্ধায়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, সেলিনা যেই ঘরে থাকতেন তা টিনের ঘর। তবে ঘরের সামনের বারান্দার ওপর ছাদ ঢালাই দেওয়া। সেই ছাদের ওপর উঁচু পিলার করে এর ওপর পানির ট্যাংক বানানো হয়েছিল। আজ ভোরে ট্যাংকের একটি অংশ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবীর জানান, পানির ট্যাংকটি ধসে সরাসরি ঘুমন্ত সেলিনা, তাঁর দুই সন্তান ও এক ভাইয়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই সেলিনা ও তাঁর এক ছেলে মারা যায়। অন্য ছেলে অক্ষত থাকলেও সেলিনার ভাই কিছুটা আহত হন।