সিলেটে মৃদু ভূকম্পন

সিলেটে আজ সোমবার সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কত সেকেন্ডব্যাপী এ ভূকম্পন ছিল, সেটি স্থানীয় আবহাওয়া কার্যালয় জানাতে পারেনি।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ অবজারভার সাজিদুল ইসলাম প্রথম আলোকে জানান, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম ও গৌহাটি অঞ্চলে। সকাল ১০টা ৫৩ মিনিট ৪৭ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।