শিশু খাদিজাকে গণধর্ষণ ও হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে ১৫ বছর আগে শিশু খাদিজাকে গণধর্ষণের পর হত্যার দায়ে আজ সোমবার চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামিরা ঘটনার পর থেকেই পলাতক।

নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জুয়েল রানা আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকার সুজন, আলামিন, আবুল কালাম ও শাহাদাৎ। এঁরা সবাই বন্ধু।

সরকারি কৌঁসুলি রকিব উদ্দিন জানান, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকার আলী আকবরের মেয়ে শিশু খাদিজাকে বাসার সামনে থেকে তুলে নিয়ে যান আসামিরা। এরপর পাশের একটি সরিষাখেতে নিয়ে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন সকালে সেখান থেকে শিশু খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত খাদিজার বড় ভাই আনসার আলী বাদী হয়ে ওই চারজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার পর থেকে চার আসামি পলাতক।

এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে আদালতে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।