ঢাকায় গোল্ড বাবুর লাশ উদ্ধার, পুলিশ বলছে পিটিয়ে হত্যা

রাজধানীর উত্তর কাফরুল এলাকায় নজরুল ইসলাম ওরফে ‘গোল্ড বাবু’ নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, গোল্ড বাবু একজন মাদক ব্যবসায়ী ছিলেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ বলেন, গতকাল সোমবার রাতে সাহ্‌রির পরে এই ‘গোল্ড বাবু’ ও তাঁর সাঙ্গোপাঙ্গরা উত্তর কাফরুলের উত্তরণ স্কুলসংলগ্ন একটি ঘরে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার মধ্যে হঠাৎ তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁকে পিটিয়ে হত্যা করে তাঁর সাঙ্গোপাঙ্গরা। আজ সকালে ওই ঘর থেকে গোল্ড বাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১০টি লাঠি উদ্ধার করেছে।

উপকমিশনার আরও বলেন, ‘গোল্ড বাবু’ ও তাঁর সহযোগীরা একটি মেয়েকে অপহরণ করবে—এমন আলোচনায় বসেছিল। এ নিয়ে মতানৈক্যের কারণেই তাঁকে হত্যা করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি।