বকেয়া বেতনের দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারীদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরভবনের সামনে বিক্ষোভ করছেন সিটি করপোরেশনের কর্মচারীরা। ছবি: প্রথম আলো
বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরভবনের সামনে বিক্ষোভ করছেন সিটি করপোরেশনের কর্মচারীরা। ছবি: প্রথম আলো

বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরভবনের সামনে বিক্ষোভ করছেন সিটি করপোরেশনের কর্মচারীরা। বেলা তিনটার মধ্যে বেতন পরিশোধ করা না হলে নগরভবনে তালা ঝোলানোর ঘোষণা দিয়েছেন তাঁরা।

রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমেরী আহম্মেদ বলেন, দৈনিক মজুরিভিত্তিক ২ হাজার ২০০ এবং স্থায়ী প্রায় ৫০০ কর্মচারীর গত মে মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। বেতন দেওয়ার নামে শুধুই টালবাহানা করা হচ্ছে। সামনে ঈদ। বেতন না পেলে কর্মচারীদের অমানবিক অবস্থায় ঈদ কাটাতে হবে। তিনি বলেন, কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। আজ বেলা তিনটার মধ্যে বেতন না দেওয়া হলে নগরভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

এর আগে গতকাল সোমবার সিটি করপোরেশনের কর্মচারীরা নগরভবনের সামনে এক ঘণ্টা বিক্ষোভ করেন।

আজ মেয়র মোসাদ্দেক হোসেন নগর ভবনে আসেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিক্ষোভ করার তো কোনো প্রয়োজন নেই। চেষ্টা চলছে। এমনিতেই দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ঈদের আগেই বেতন দেওয়া হবে। অতীতেও তিনি দিয়েছেন।

মেয়র বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কয়েকজন কর্মচারী এগুলো করছে। এগুলো নোংরামি হচ্ছে। পেছন থেকে অন্য কেউ করাচ্ছেন। খারাপ লাগছে। এ জন্য তিনি নগরভবনে যাননি।’ তিনি আরও বলেন, ‘বেতন দেওয়ার একটা প্রক্রিয়া আছে। চাইলে তিনটার মধ্যে বেতন দিয়ে দেওয়া যায় না।’