ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৫ দিন

ঈদ উপলক্ষে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও যাত্রীরা আসা যাওয়া করতে পারবেন। ছবি: প্রথম আলো
ঈদ উপলক্ষে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও যাত্রীরা আসা যাওয়া করতে পারবেন। ছবি: প্রথম আলো

শবে কদর ও ঈদ উপলক্ষে আজ বুধবার থেকে টানা পাঁচ দিন সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৮ জুন সোমবার থেকে আবারও যথারীতি কার্যক্রম শুরু হবে। তবে এ সময় পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবে।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের উপকমিশনার রেজাউল হক জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন বাড়িয়ে পাঁচ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এ পাঁচ দিনে ভোমরা কাস্টমস ও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও কর্মচারী অ্যাসোসিয়েশন এবং ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা করে পাঁচ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।।