মনুর পানি বাড়ছেই, মৌলভীবাজার শহরবাসীর মধ্যে আতঙ্ক

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শহর প্রতিরক্ষা বাঁধ চুইয়ে শহরের দিকে পানি প্রবেশ করছে। ১৫ জুন এম সাইফুর রহমান (সাবেক সেন্ট্রাল রোড) সড়ক, মৌলভীবাজার। ছবি: প্রথম আলো
মৌলভীবাজার শহরের কাছে মনু নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শহর প্রতিরক্ষা বাঁধ চুইয়ে শহরের দিকে পানি প্রবেশ করছে। ১৫ জুন এম সাইফুর রহমান (সাবেক সেন্ট্রাল রোড) সড়ক, মৌলভীবাজার। ছবি: প্রথম আলো

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শহরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শহর প্রতিরক্ষা বাঁধ চুইয়ে শহরের দিকে পানি প্রবেশ করায় এম সাইফুর রহমান (সাবেক সেন্ট্রাল রোড) সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকতে আজ শুক্রবার দুপুর থেকে শহরে মাইকিং করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও ও প্রেমনগরে মনু নদের বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও উজানের পানি জেলার দুটি প্রধান নদ-নদী মনু ও ধলাই দিয়ে নেমে আসার কারণে মনু নদের পানি মৌলভীবাজার শহরের কাছে বৃদ্ধি পাচ্ছে। আজ শুক্রবার শহরের কাছে চাঁদনীঘাট এলাকায় মনু নদের পানি বিপৎসীমার ১৩৫ সেন্টিমিটার এবং মনু রেলওয়ের সেতুর কাছে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাইয়ে গতকাল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজ শুক্রবার বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ার নদীতেও পানি বাড়ছে। আজ শুক্রবার দুপুরে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই মনুতে এবং মনু কুশিয়ারাতে মিশেছে। অপর দিকে কুশিয়ারা গিয়ে মেঘনার সঙ্গে মিশেছে। জোয়ারের কারণে মেঘনার পানি উঁচুতে। এতে কুশিয়ারা ও মনু নদের পানি কমতে পারছে না। উল্টো মেঘনার জোয়ারের কারণে পানি ফুলে ফেঁপে উঠছে।
মনু নদে পানি বৃদ্ধি পাওয়ায় শহর প্রতিরক্ষা বাঁধের এম সাইফুর রহমান সড়কের পুরোনো থানা ও পশ্চিমবাজার এলাকায় বাঁধ চুইয়ে শহরের দিকে পানি প্রবেশ করছে। যে কারণে সাইফুর রহমান সড়ক দিয়ে আজ শুক্রবার সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, পাউবোর কর্মকর্তাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মো. ফজলুর রহমান, পাউবোর নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনসাধারণকে সতর্ক করতে পৌরসভার পক্ষ থেকে দুপুর সাড়ে ১২টা থেকে শহরে মাইকিং করা হচ্ছে। আতঙ্কিত মানুষকে মনু নদের পাড় ঘুরে পানির অবস্থা পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
পৌর মেয়র মো. ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মনু নদের পানি বৃদ্ধি পাচ্ছে। এ জন্য জনসাধারণকে সতর্ক করতে শহরে মাইকিং করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে।’
ভারী বর্ষণ ও মনু নদে পানি বৃদ্ধি পাওয়ায় গতকাল দিবাগত রাত দুইটার দিকে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কোনাগাঁও ও মনসুরনগর ইউনিয়নের প্রেমনগরে মনু নদের বাঁধে দুটি ভাঙন দিয়েছে। এতে এলাকার পাঁচ-ছয়টি গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে।
পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আমাদের উজানে ভারতের কৈলাশহরে অনেক বৃষ্টি হচ্ছে। মনু ও ধলাইয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। শহরের কাছে আরও দেড় ফুট পানি বাড়লে শহর প্রতিরক্ষা বাঁধ না ভাঙলেও বাঁধ টপকে শহরে পানি ঢুকবে। জোয়ারের কারণে মেঘনার পানি উঁচুতে থাকায় কুশিয়ারা ও মনুর পানি কমছে না।’