ঢাকা প্রায় ফাঁকা

চাঁদ দেখা গেলে রাত পোহালেই ঈদ। আরও একটি রোজা হলে, পরশু পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ আত্মীয়স্বজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানীর মানুষ তাদের গ্রামের বাড়িতে ফিরছে। বেশির ভাগ মানুষ বাস, ট্রেন, লঞ্চে করে বাড়ি ফিরছে। ধীরে ধীরে কর্মচাঞ্চল্য কমে আসছে এই সদাব্যস্ত শহরে। এক দিন আগে যে সড়কগুলোতে ছিল তীব্র যানজট, এখন সেগুলো অনেকটাই ফাঁকা। ছবিগুলো শুক্রবারে তোলা।

সড়কগুলো অনেকটাই ফাঁকা। চলছে দু-একটি মোটরগাড়ি ও রিকশা। তোপখানা রোড, ঢাকা। ছবি: আবদুস সালাম
সড়কগুলো অনেকটাই ফাঁকা। চলছে দু-একটি মোটরগাড়ি ও রিকশা। তোপখানা রোড, ঢাকা। ছবি: আবদুস সালাম
ট্রেনে উপচে পড়া ভিড়। ছাদেও ঠাঁই নেই। খিলগাঁও রেলগেট এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম
ট্রেনে উপচে পড়া ভিড়। ছাদেও ঠাঁই নেই। খিলগাঁও রেলগেট এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম
টার্মিনাল ছেড়ে যাচ্ছে যাত্রীভর্তি লঞ্চ। পোস্তগোলা, ঢাকা। ছবি: হাসান রাজা
টার্মিনাল ছেড়ে যাচ্ছে যাত্রীভর্তি লঞ্চ। পোস্তগোলা, ঢাকা। ছবি: হাসান রাজা
যাত্রীদের ভিড় রয়েছে রেলস্টেশনে। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকা। ছবি: শুভ্র কান্তি দাশ
যাত্রীদের ভিড় রয়েছে রেলস্টেশনে। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকা। ছবি: শুভ্র কান্তি দাশ
ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে চলতে গিয়ে শুক্রবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মৎস্য ভবন মোড় এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম
ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে চলতে গিয়ে শুক্রবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মৎস্য ভবন মোড় এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম
সড়কে গাড়ির চাপ নেই বললেই চলে। বাংলামোটর, ঢাকা। ছবি: আবদুস সালাম
সড়কে গাড়ির চাপ নেই বললেই চলে। বাংলামোটর, ঢাকা। ছবি: আবদুস সালাম
বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় আছে এখনো। সায়েদাবাদ, ঢাকা। ছবি: হাসান রাজা
বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় আছে এখনো। সায়েদাবাদ, ঢাকা। ছবি: হাসান রাজা