বরিশালে ট্রলার ডুবে শিশুসহ নিখোঁজ ৪

বরিশাল
বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীতে ট্রলার ডুবে এক শিশুসহ চারজন নিখোঁজ রয়েছে। রোববার দুপুরের দিকে কাকরদা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর পৌনে একটার দিকে ভাঙনকবলিত এলাকা কাকরদা লঞ্চঘাটে পন্টুনের সঙ্গে বাঁধা একটি ইঞ্জিনচালিত ট্রলার যাত্রী তুলছিল। ট্রলারটি কারখানা নদীর ওপারে ডিসি ঘাটের উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন আকস্মিকভাবে পন্টুনের অদূরে ভাঙনকবলিত নদীর তীরের মাটির একটি বড় অংশ ভেঙে নদীতে বিলীন হলে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। সেই ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারটিতে ২০-২৫ জন আরোহী ছিলেন। এঁদের মধ্যে বেশির ভাগই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা ফিরোজ খানের মেয়ে লিনা আক্তার (১৪), দক্ষিণ নলুয়া গ্রামের হিরণ মিয়ার ছেলে মো. রিপন (১৮), জামাল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৫) ও পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের জামালকাঠির বাসিন্দা আল মামুনের মেয়ে হাফসা (৪)।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, এখন পর্যন্ত চারজন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে কাজে বেশ বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হবে।’