চিড়িয়াখানায় ঘোরাঘুরি

ঈদের ছুটিতে রাজধানী প্রায় ফাঁকা। ঢাকায় যাঁরা আছেন, তাঁরা এখানে-সেখানে ঘুরে বেড়াচ্ছেন। ছুটিতে থাকা নগরবাসীর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আজ ঈদের দ্বিতীয় দিন চিড়িয়াখানায় ছিল উপচেপড়া ভিড়। তীব্র গরম ও প্রখর রোদ উপেক্ষা করে সাধারণ মানুষ সপরিবারে এসেছেন চিড়িয়াখানার নৈসর্গিক পরিবেশে কিছুটা আনন্দঘন সময় কাটাতে। মানুষের আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে চিড়িয়াখানার পশু-পাখিরা। তবে নিরাশ করেছে বাঘ ও সিংহ। দর্শনার্থীদের শত ডাকাডাকি সত্ত্বেও বাঘ ও সিংহ দিনভর শুয়েছিল।

১ / ৭
চিড়িয়াখানার টিকিট কাউন্টারের সামনে দর্শনার্থীদের ভিড়। এলাকায় যানজটও ছিল।
চিড়িয়াখানার টিকিট কাউন্টারের সামনে দর্শনার্থীদের ভিড়। এলাকায় যানজটও ছিল।
২ / ৭
বেশি ভিড় ছিল বানরের খাঁচার সামনে। বানরের ছোটাছুটি দেখছেন শিশুদের সঙ্গে বড়রাও।
বেশি ভিড় ছিল বানরের খাঁচার সামনে। বানরের ছোটাছুটি দেখছেন শিশুদের সঙ্গে বড়রাও।
৩ / ৭
খাঁচার সামনে দর্শনার্থীদের দেখেই কি পেখম মেলল ময়ূরটি?
খাঁচার সামনে দর্শনার্থীদের দেখেই কি পেখম মেলল ময়ূরটি?
৪ / ৭
জিরাফগুলোকে ছেড়ে না দেওয়ায় বাবার কাঁধে চড়ে দূর থেকে জিরাফ দেখতে হচ্ছে তাকে।
জিরাফগুলোকে ছেড়ে না দেওয়ায় বাবার কাঁধে চড়ে দূর থেকে জিরাফ দেখতে হচ্ছে তাকে।
৫ / ৭
চিড়িয়াখানায় তিন বন্ধুর সেলফি।
চিড়িয়াখানায় তিন বন্ধুর সেলফি।
৬ / ৭
দর্শনার্থীদের নিরাশ করেনি উটপাখিগুলো। দর্শনার্থীদের সামনে দিয়ে বারবার হেঁটে বেড়িয়েছে।
দর্শনার্থীদের নিরাশ করেনি উটপাখিগুলো। দর্শনার্থীদের সামনে দিয়ে বারবার হেঁটে বেড়িয়েছে।
৭ / ৭
আনন্দ করতে গিয়ে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। বাঘের খাঁচা ঘেঁষে এক শিশু।
আনন্দ করতে গিয়ে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। বাঘের খাঁচা ঘেঁষে এক শিশু।