প্রিয় দলের পতাকা টাঙাতে প্রাণটাই গেল!

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে আরেক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার শেরপুরের শ্রীবরদীতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মো. আবদুল মতিন (২৮)।

মতিন উপজেলার গোসাইপুর ইউনিয়নের বালিয়াচণ্ডি গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় কৃষিকাজ করতেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুরে মতিন একটি কাঁচা বাঁশের মাথায় তাঁর প্রিয় দল আর্জেন্টিনার পতাকা ঝুলিয়ে তা বালিয়াচণ্ডি গ্রামে বাড়ির পাশে উঁচু স্থানে লাগানোর জন্য একটি কাঁঠালগাছে ওঠেন। গাছের পাশেই ছিল বৈদ্যুতিক খুঁটি। কাঁচা বাঁশটি হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটির তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হন মতিন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা অরূপ কুমার সাহা তাঁকে মৃত ঘোষণা করেন।

গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জোবায়ের হোসেন প্রথম আলোকে বলেন, প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিন মারা যান। তাঁর লাশ বালিয়াচণ্ডি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে ৮ জুন হবিগঞ্জ সদরের রিচি গ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে রিয়াজ নামে এক কিশোর মারা যায়। সে প্রিয় ফুটবল দলের পতাকা ওড়াতে একটি উঁচু টিনের ঘরের ওপরে ওঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

এ ছাড়া ৩ জুন টাঙ্গাইলের সখীপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদ রহমান নামের এক কিশোর মারা যায়। সে প্রতিমাবংকী ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।