দুই বাইক মুখোমুখি, প্রাণ গেল মেডিকেল কলেজছাত্রের

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর সৈকত (২০) নামে এক মেডিকেল কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় শহরের কলেজ রোডে বিগবাজারের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন মোটরসাইকেল চালকসহ দুজন আহত হন।

নিহত সাগর সৈকত চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার বাসিন্দা এনজিও কর্মকর্তা নাজেম উদ্দিনের ছেলে। তিনি আদ-দ্বীন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহতরা হলেন, নিহত সাগর সৈকতের বড় ভাই সালাহউদ্দিন শুভ (২২) ও শহরের জ্বীনতলা মল্লিক পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২১)। 


পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে শহরের বিগবাজারের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় দুটি মোটরসাইকেলের চালক ও এক আরোহী আহত হন। স্থানীয় লোকজন আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সদর হাসপাতালের সার্জারি বিভাগের পরামর্শক (কনসালট্যান্ট) ওয়ালিউর রহমান রাত আটটায় সাগর সৈকতকে মৃত ঘোষণা করেন।

এর আগে আজ রোববার বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে বাসচাপায় তিন কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়।