আর্জেন্টিনার সমর্থকদের কাছে হারল ব্রাজিল সমর্থকেরা

জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম আমুট্ট মহল্লার ফসলি মাঠে রোববার বিকেলে ব্রাজিল সমর্থক বনাম আর্জেন্টিনা সমর্থকদের খেলা অনুষ্ঠিত হয়েছে। নব্বই মিনিটের এই ম্যাচে আর্জেন্টিনা ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলকে। জয়পুরহাট, ১৭ জুন। ছবি: প্রথম আলো
জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম আমুট্ট মহল্লার ফসলি মাঠে রোববার বিকেলে ব্রাজিল সমর্থক বনাম আর্জেন্টিনা সমর্থকদের খেলা অনুষ্ঠিত হয়েছে। নব্বই মিনিটের এই ম্যাচে আর্জেন্টিনা ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলকে। জয়পুরহাট, ১৭ জুন। ছবি: প্রথম আলো

রাশিয়ায় চলছে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। সারা বিশ্বই এখন বিশ্বকাপ জ্বরে ভুগছে। এ দেশেও বিশ্বকাপ নিয়ে উন্মাদনার কমতি নেই। রোববার রাত বারোটায় বিশ্বকাপে মুখোমুখি হবে ব্রাজিল-সুইজারল্যান্ড। তার আগেই বাংলাদেশের মাটিতে নেমে গেল ব্রাজিল, তাও আবার আর্জেন্টিনার বিপক্ষে!

পাঠক, ভুল বুঝবেন না। জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম আমুট্ট মহল্লার ফসলি মাঠে রোববার বিকেলে ব্রাজিল সমর্থক বনাম আর্জেন্টিনা সমর্থকদের খেলা অনুষ্ঠিত হয়েছে। নব্বই মিনিটের এই ম্যাচে আর্জেন্টিনা ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলকে। সমর্থক খেলোয়াড়দের পরনে ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি। মাঠে উপস্থিত ছিলেন প্রচুর দর্শক।

আর্জেন্টিনার সমর্থক দলের খেলোয়াড় হিমেল প্রথম আলোকে বলেন, ব্রাজিলকে হারিয়ে খুব ভালো লাগছে। এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনা ভালো খেলবে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে বলে আশা প্রকাশ করেন হিমেল।

ব্রাজিলের সমর্থক দলের খেলোয়াড় আল হাকিনুর বলেন, ‘আমরা ভালো খেলে হেরেছি। কিন্তু সত্যিকারের বিশ্বকাপ টুর্নামেন্টে ব্রাজিল ভালো খেলবে।’

খেলার আয়োজক ছিলেন আক্কেলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ। তিনি প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।