ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রথম আলো ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। প্রথম আলো ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে দ্রুতগতিতে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিডগান ব্যবহারের কার্যক্রম চালু করা হয়েছে।

গতকাল রোববার থেকে এই কার্যক্রম চালু হয়। কার্যক্রমের উদ্যোক্তা কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে ও মডেল থানার পুলিশ।

পুলিশ জানায়, মহাসড়কের চারটি স্থানে এই স্পিডগান বসানো হয়েছে। স্থানগুলো হলো দাউদকান্দির শহীদনগর, আমিরাবাদ, জিংলাতলী ও পুটিয়া।

মহাসড়কের চার স্থানে স্পিডগান ব্যবহারের কার্যক্রম গতকাল পরিদর্শন করেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ও মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ঈদের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা পেয়ে যানবাহনের দ্রুতগতিতে চলাচল করার প্রবণতা দেখা গেছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা প্রতিরোধে এই কার্যক্রম চালু করা হয়েছে।